শিরোনাম :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম / ২৪০ বার
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

চেতনা রিপোর্টঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্আ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মোড়ে প্রেস ক্লাবের সামনে এসে মিলিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার সভাপতি মো: ওলিউল্লাহ মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেরাজ হোসাইন, সহ সাধারণ সম্পাদক খাজা মাঈনউদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বাংলাদেশ ইসলামী যুবসেনা নরসিংদী জেলা শাখার সভাপতি নুরুল কাউছার মাসুম, গাউছিয়া কমিটি বাংলাদেশ নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইয়াসিন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নারী ও শিশুসহ নিরীহ জনগণের ওপর নির্যাতন, গণহত্যা চালাচ্ছে। অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিনের গাজায় এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপরে বর্বরোচিত এই হামলা বন্ধের দাবিও জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ