বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় গত ১১ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ হাসান চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে, “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” শীর্ষক বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ বিষয়ক এক বিশেষ আলোচনা সভা।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন, সংস্থার আহবায়ক ও প্রাণী বিশারদ আদনান আজাদ, ঢাকা জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড: আতিকুর রহমান মিঠু, প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপ পরিচালক ডা. আ. হ. ম. শামিমুজ্জামান, এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম দুই সদস্য তৌফিক সিতু এবং শুভব্রত সরকার। এছাড়াও, স্থানীয় বণ্যপ্রাণী সংরক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বখতিয়ার হামিদ এবং শাকিল আহমেদ প্রমুখ।
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরত্ব রয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান। বিশ্বের সকল ধর্মেই প্রাণী কল্যাণ ও প্রাণীদের যথাযথ সংরক্ষণ নিয়ে বলা হয়েছে। আমাদের দেশেও ভবিষ্যৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থেই প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে; এই বিষয়ে আলোকপাত করে বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা পরিবেশ রক্ষার অপরিহার্য অংশ। তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন— “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” এই শপথে অনুপ্রাণিত হয়ে তারা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ১১ই অক্টোবর: বিশ্ব পরিযায়ী পাখি দিবসকে সামনে রেখেই দেশের প্রাণী-প্রকৃতি রক্ষা বিষয়ক এই আলোচনা সভা আয়োজন করা হয়েছিল।