শিরোনাম :
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নরসিংদীতে বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার দল থেকে বহিস্কার হলেন যুবদল নেতা মনির নরসিংদীতে ইসকন সদস্যের হাতে কালো ওয়াকি-টকি, আইনকে বৃদ্ধাঙ্গুলি, নাকি ক্ষমতার জানান? জেলাজুড়ে তোলপাড়। চেতনা টিভিতে সংবাদ প্রকাশের পর সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার ঘটনায় যুবদল নেতা মনির গ্রেফতার। পলাশে যুবদল নেতার মদদে সিমেন্ট ফ্যাক্টরীতে হামলা নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটি ঘোষণা জাকির হোসেন ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ।। বাংলাদেশ-নেপাল চেম্বারের সদস্য হলেন এবিএম আজরাফ টিপু দুদকের জালে তারেক রিকাবদার ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর বালুসাইর শাহী ঈদগাহ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

চেতনা টিভিতে সংবাদ প্রকাশের পর সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার ঘটনায় যুবদল নেতা মনির গ্রেফতার।

স্টাফ রিপোর্টার / ২০৭ বার
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

চেতনা টিভিতে সংবাদ প্রকাশের পর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে। এঘটনার পর দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলার সংবাদ প্রকাশিত হলেও, ঘটনার অন্তরালে কে মদদদাতা এবং কার নেতৃত্বে হামলা হয়েছিল কিছুই উল্লেখ ছিলোনা। কিন্তু চেতনা টিভির শিরোনাম ছিলো “পলাশে যুবদল নেতার মদদে সিমেন্ট ফ্যাক্টরীতে হামলা”। পরে সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি ও লুটপাটের ঘটনায় পলাশ থানায় একটি মামলার (মামলা নম্বর: ৪/৭/২৫) দায়ের করা হয়। মামলার প্রধান আসামি হিসেবে যুবদল নেতা মনিরকে শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রলারে করে সশস্ত্র হামলা চালিয়ে
ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এসময় কর্মরত ৭ শ্রমিক আহত করে ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত এবং হামলার পেছনে মনিরের পরিকল্পনা ও মদদ রয়েছে।
এছাড়াও এসআই মনিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্টভুক্ত আরও একটি মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি,তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
পলাশ থানার ওসি বলেন, “আমরা তাকে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতি মামলায় গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ