এপেক্স ক্লাব অব উত্তরা, এপেক্স ক্লাব অব ঢাকা ও এপেক্স ক্লাব অব ঢাকা নর্থের যৌথ পালাবদল অনুষ্ঠান গত ৩১ মে শনিবার ঢাকাস্থ ইআরএফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাব ঢাকার প্রেসিডেন্ট এপে. মাকামে মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ও হেলথ ওয়াচের উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম সায়েম টিপু, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এপে. মইনুল হাসান সোহেল, জাতীয় সহ সভাপতি এপে. মাকসুদুর রহমান, সাবেক রাষ্ট্রদূত এপে. মাসুদ মান্নান, অতীত সভাপতি এপে. আব্দুল মতিন সিকদার, এনওয়াইসিডি এবিএম আজরাফ টিপু, ডিজি-১ তুষার কান্তি ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫ সালের ক্লাব নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পণ করা হয়।