নরসিংদীর রায়পুরায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী উপর হামলা ও প্রতিষ্ঠানে ভাংচুর করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে । নিরুপায় হয়ে ভুক্তভোগী ব্যবসায়ী দশ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানাযায়, উপজেলার পলাশতলী বাজারের ইলেকট্রিক ও সেনেটারী ব্যবসায়ী সাইফুদ্দিন ভুইয়ার নিকট পার্শ্ববর্তী খাকচক গ্রামের মৃত মোহাব্বত আলী ভূইয়ার ছেলে, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান ভূইয়া জামান বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো। তাকে চাঁদা না দেয়ায় গত শুক্রবার সকালে নুরুজ্জামান ও তৌফিক তাদের বাহীনির আরো দশ পনেরো জন ধারালো দা, লোহার রড, হকিষ্টিক, লাঠি-সোঠা নিয়ে দোকানে সাইফুদ্দিনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে, ক্যাশ বাক্স থেকে আশি হাজার টাকা লুটসহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল ভাংচুর করে । এসময় ব্যবসায়ীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে,অভিযুক্তরা দাবীকৃত চাঁদার টাকা না পেলে, আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।