শিরোনাম :
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী নির্বাচিত শিশুশ্রম: অর্থ উপার্জনের এক নিষ্ঠুর চক্রে বন্দী শৈশব জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এপেক্স ক্লাব অব পল্লবীর পালাবদল নরসিংদীতে চাঁদার জন্য প্রবাসীর বাবাকে তুলে নিয়ে মারধর।। পুলিশ কর্তৃক উদ্ধার। নরসিংদীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার নাকি অবহেলিত মাধবদীর বাসিন্দারা সৌদির রিয়াদে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সংবর্ধনা নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন বি-বাড়ীয়া বাসীর আস্থার প্রতিক ওসি মোজাফফর রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নরসিংদীতে স্মারকলিপি প্রদান
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

নরসিংদীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১০০ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নরসিংদীর রায়পুরায় পঞ্চাশোর্ধ তিন সন্তানের জননীকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করার অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই এলাকার রতন মিয়ার মাদকাসক্ত ছেলে রাকিব মিয়া (৩২) অজিত চন্দ্র দেবনাথের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে নেয়। রাকিব ও তার সহযোগীরা মহিলার কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। চলে যাবার সময় হুমকি দিয়ে বলে, ‘যদি এ কথা কাউকে জানায় তবে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে জবাই করে হত্যা করা হবে’।
অভিযুক্ত রাকিব মিয়া একজন মাদককারবারি। তিনি একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সোমবার বিকেলে (১৭ মার্চ) ভুক্তভোগী নারী এ বিষয়ে অভিযোগ করতে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এসে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহর সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ওসিকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ওসি (তদন্ত) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ