শিরোনাম :
এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত নরসিংদীতে ফতোয়া বোর্ডের ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে গাফ্ফার ও মুনশাদ সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী ও পরিষদে হামলা, নিহত ১ সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাত দিনের রিমান্ডে ১০ ছাত্রলীগ নেতা, নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর নরসিংদীতে কৃষক দলের সমাবেশে সন্ত্রাসী হামলায় ৫জন আহত ক্রীড়া সংস্থার ডায়নামিক কমিটির প্রত্যাশায় নরসিংদীবাসী
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

বালু খেকোদের হামলার মুখে ম্যাজিট্রেট ও সাংবাদিক 

স্টাফ রিপোর্টার / ৬৮ বার
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নরসিংদীতে অবৈধবভাবে বালু উত্তোলন করার সময় মোবাইল কোর্ট করতে গিয়ে বালু খেকোদের হামলা ও গুলিবর্ষণের শিকার হন স্থানীয়  ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকরা বলে জানা যায়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের পাশে অবস্থিত মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ হামলায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে স্থানীয় বালু খেকোরা। ইতিপূর্বে মোবাইল কোর্টের মাধ্যমে ওইসব বালু খেকোদের একাধিকবার জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছিলনা অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন সময় বালু উত্তোলন করে আসছেন। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালত করে থাকেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশ মিলে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে দেখা যায় নদীতে কমপক্ষে ২০-৩০টি অবৈধ চুম্বুক ড্রেজার দিয়ে প্রায় শতাধিক বালু বহনকারী ভলগেটে তোলা হচ্ছে বালু। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা ভলগেট ও ড্রেজার সরাতে থাকে। একপর্যায়ে সেখান থেকে ৬টি ড্রেজার আটক করে প্রশাসন। কিছু ড্রেজার অন্যত্রে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকলে তা নজরে আসে প্রসাশনের। সেগুলো ধরে নিয়ে আসতে গেলে প্রসাশন ও সাংবাদিকদের বহনকারী দুটি স্পিড বোটকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বালু খেকোরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে না থাকায় দ্রুত স্পিডবোট নিয়ে ফিরে আসা তারা। এ ঘটনায় বালু খেকোর ২ সদস্যকে আটক করা হয় এবং তাদের ২ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা আজ মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সীমানা পেরিয়ে রায়পুরা উপজেলার মির্জাচরে এসে অনেক গুলো চুম্বক ড্রেজার দ্বারা তারা বালু উত্তোলন করছিল। সে সময় আমরা সেখানে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা একটি ড্রেজারে থাকা ২জনকে আটক করি। ইতিমধ্যে তাদের ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলে তাদের উপর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যদিকে তার পাশে চরমধুয়া ইউনিয়নে একটি অবৈধ ইটভাটার পাশে ড্রেজার লাগিয়ে একদল বালু খেকো বালু উত্তোলন করতেছিলো। সে খবর পেয়ে সেখানে যাওয়ার পথেই তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের উপর গুলিবর্ষণ করতে থাকে। সে সময় আমাদের সাথে পর্যাপ্ত সংখ্যক ফোর্স না থাকায় আমরা সেখান থেকে চলে আসি। ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছি কে বা কারা এর সাথে জরিত তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলার ব্যবস্থা করছি। যাদেরকে সন্দেহ করেছি, আশাকরি যে তারা দ্রুত গ্রেপ্তার হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ