বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী জেলা ইউনিটের সভাপতি ও নরসিংদী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল বাসেদ ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আব্দুল কাদের টিটুর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সভাপতি এড.আব্দুল মান্নান ভুইয়া,সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ,এড.কানিজ ফাতেমা, এড.উম্মে সালমা মায়া,এড. কাজী নজরুল ইসলাম এড.শিহাব,এড.মাজেদুল হক রুবেল,এড আহসানউল্লাহ, এড.নয়ন মোল্লাসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।