নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরাম (অফোরান) এর উদ্যোগে সারাদেশের বিভিন্ন দপ্তরের কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাদের অর্জন উদযাপন অনুষ্ঠানে উপজেলার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ৭ শতাধিক কৃতিসন্তান সচিব, ডিসি, এসপি, প্রকৌশলী, সেনাবাহিনী, র্যাব, ডাক্তার, শিক্ষক, পুলিশ , পাইলট, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মরত প্রশাসনিক কর্মকর্তাসহ সারা বাংলাদেশ থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সারা দেশের মধ্যে রায়পুরাকে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করতে চরে নতুন থানা, মেঘনা নদীতে ব্রিজ নির্মাণ, একশত শয্যা হাসপাতাল নির্মাণ, শ্রীরামপুর টু ভৈরব রেল লাইনের পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণ, টেটাযুদ্ধ নির্মূল করা সহ উন্নয়নমূলক আলোচনা হয়।
ঢাকা তথ্যভবনে গতকাল সন্ধ্যায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জ্বালানি বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি এর সভাপতিত্বে ও ডা: ইমরান সরকার, ঢাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সোলেমান মিয়া ও ঢাকা পুবালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম চঞ্চল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তোহিদ হোসেন। আরো বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান (অব:), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আরিফুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: শহীদুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুর্শেদা আক্তার শিকদার, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো: হুমায়ুন কবির, নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কো-অডিনেটর মো: মাজহারুলি হক (পিপিএম), অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আয়েশা হক কানন, নির্বাচন কমিশন সচিবালয় সি: সহকারী সচিব মো: মাহবুব আলম, ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজ উদ্দিন ওয়াজেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.জসিম উদ্দিন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল মামুন (কামরুল), ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়য়ের সহকারী ভিসি ড. জাহাঙ্গীর সরকার, সরকারী শহীদ আসাদ কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো: নাসির উদ্দিন, বাংলাদেশ যৌথ নদী কমিশন নির্বাহী প্রকৌশলী কাজী শহীদুর রহমান, খাদ্য অধিদপ্তর পরিচালক মো: মাহবুবুর রহমান, চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ব্যবস্থাপক আশরাফ উদ্দিন আপেল, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক স্বপন কুমার রায়, স্বাস্থ্য অধিদপ্ত প্রধান স্বাস্থ তথ্য কর্মকর্তা ডা: শাহ আলী আশরাফী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: আজগর হোসেন, দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণু শক্তি মুখ্য প্রকৌশলী মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ ভেঞ্চারস এইচআর এন্ড মনিটরিং শিফ এর সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: মারুফ হোসেন,বাংলাদেশ ব্যাংক যুগ্ম পরিচালক আসাদুল হক, প্রধান উপদেষ্টা কার্যালয় (প্রেসউইং) ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী মনিরুল ইসলাম লিটন, পেট্রো বাংলা উপব্যাস্থাপক একেএম মনিরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্প পরিচালক প্রফেসর এএসএম এমদাদুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ইকতিয়ার উদ্দিন ভূইয়া, বাংলাদেশ করিম গ্রুপের পরিচালক ক্যাপ্টেন এসএম শাহ ভূইয়া, হবিগঞ্জ গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান, বেঙ্গল গ্রুপের জেনারেল ম্যানাজার মোহাম্মদ শফিকুল ইসলাম, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ ড.মো: শফিউল আজম কাঞ্চন, কবি নজরুল কলেজ অধ্যাপক ফৌজিয়া ইসলাম ও অধ্যাপক শিরিন সুলতানা, নরসিংদী সরকারী কলেজ দর্শন বিভাগ অধ্যাপক খাদেম হোসেন, অর্থ মন্ত্রণালয় উপসচিব মো: হাবিউল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আলী আফরোজ,প্রাণী সম্পদ সহকারী পরিচালক মো: মজিবুর রহমান, নরসিংদী জেলা হাসপাতাল হেলথ এডুকেশন অফিসার মো: আক্তারুজ্জামান, কুমিল্লা জেলার এনএসআই উপ-পরিচালক একেএম মাহফুজুর রহমান, গ্রাম বাংলা লি: এর পরিচালক ইকরামুল হক নবী, মনোহরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো: হানিফ সরকার, ঢাকা পঙ্গু হাসপাতাল সি: কনসাল্টেন্ট ডা: মো: ইউসুফ হারুন সুমন,ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল সহকারী অধ্যাপক ডা: ইমরান সরকার, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ কনসালন্টেট ডা: সুমন বনিক,এম এ জি উসমানী মেডিক্যাল কলেজ ডা: মো: মনিরুজ্জামান মনির, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: মো: আল আমিন,বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক কৌশলী মো: আব্দুল হাই, রুপালি ব্যাংক এর পরিচালক মো: রফিকুল আলম, ন্যাশনাল ব্যাংক লি: এর ডিএমডি মো: একরামুল হক, শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এর প্রধান শিক্ষক মো: কামাল ফারুক, ইসলামী ব্যাংক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম মিয়া, ঢাকা ওয়াসা কনসালটেন্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী রাহাত আব্দুল্লাহ, চট্রগ্রাম কাস্টমস একসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি রাজস্ব কর্মকর্তা বিজয় পাল, বেনাপোল রাজস্ব কর্মকর্তা জাকির হোসেন, নরসিংদী সরকারী কলেজ সহকারী অধ্যাপক মো: মিরাজ ভুইয়া, বিবাড়ীয়া সদর উপজেলা রির্সোস সেন্টারের ইনট্রাক্টর আহম্মদ হোসেন বেলাল, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান শিপন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাহাজ উদ্দিন সিকদার সাজু, ইসলামী ব্যাংক সি: অফিসার মোহাম্মদ সেলিম মিয়া, রূপালী ব্যাংক ডিজিএম মো: মনিরুল হক, যাত্রাবাড়ী পুলিশ-পরিদর্শক রুহুল আমিন, আকাশ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন স্বত্ত্বাধিকারী জাকির হোসেন ভুইয়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিউরেটর মো: জামালুর রহমান, ছাতক থানা উপ-পুলিশ পরিদর্শক সোহেল রানা খন্দকার, যমুনা ব্যাংক ব্যবস্থাপক আবু তাহের, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: মুকিদুজ্জামান ভুইয়া, ইসলামী ব্যাংক সি:প্রিন্সিপাল অফিসার মো: সেলিম মিয়া, কৃষি ব্যাংক প্রিন্সিপাল অফিসার সালাহ উদ্দিন, পদ্মা ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক শারমিন সুলতানা তুয়া, নরসিংদী কলেজ সহকারী অধ্যাপক মো: খাদিম হোসেন,ভৈরব পৌরসভা সহকারী প্রকৌশলী মো: সালাহউদ্দিন মিয়া, নরসিংদী জেলা হাসপাতাল মেডিক্যাল অফিসার ডা: মো: শরফ উদ্দিন নূরী, নরসিংদী সদর হাসপাতাল মেডিক্যাল অফিসার ডা: মো: খাইরুল ইসলাম, রাধাগঞ্জ শাখা অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক মৃনাল কান্তি দাস,স্ট্যান্ড ব্যাংক এস এ ভিপি মো: আমজাদ হোসেন ফকির সেনাবাহিনী সি: অফিসার মো: কামাল উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাব সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন, সমাজ সেবক মো: সেলিম অহাব, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সেক্রেটারী ও দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা, মেডি ক্যায়ার এর ব্যবস্থপনা পরিচালক মো: সবুজ রানা, রায়পুরা অফিসার্স ফোরাম এর কেলেন্ডার প্রদান এর পৃষ্টপোষক আর টি এস এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল পারভেজ।