গাজীপুর জেলায় অনুষ্ঠিত হয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন এসইডিপি এর আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কীম কর্তৃক আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লব এবং মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালুর প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব নুজহাত ইয়াসমিন।
কর্মশালাটির সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান।
কর্মশালায় উপস্থিত ছিলেন মো: মোশরেকুল আলম, উপ স্কিম পরিচালক (প্রোগ্রাম), সিডিএমই স্কিম এবং স্কিমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।