বালুসাইর নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে
ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ ডিসেম্বর) বালুসাইর ঈদগাহ ময়দানে এই মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাইতুল আমিন ভূইয়ার সভাপতিত্বে মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন টাবু চেয়ারম্যান, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, মিটফোর্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নাসিম হায়দার,শেখেরচর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সরওয়ারদী, বালুসাইরের কৃতি সন্তান নিছারুল হক ভূইয়া জুয়েল, মাকসুদুল হক ভূইয়া মানিক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রামের প্রখ্যাত হাদিস বিশারদ ও মাজলুম আলেমে দ্বীন শায়েখ মুফতি হারুন ইজহার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাভার বাইতুল হামদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহসীনুল কারীম বিন কাশেম ও ঢাকা থেকে আগত মাওলানা মুফতি কাউছার আহমাদ রাহমানী।