চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পদকে ভূষিত হয়েছেন নরসিংদী থেকে প্রকাশিত ও প্রচারিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। দীর্ঘ ৩২ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকা প্রকাশ এবং সাংবাদিকদের দাবি, মর্যাদা এবং অধিকার আদায়ে সোচ্চার থাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে প্রয়াত চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন তিনি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা তুলে দিবেন আয়োজক সংস্থা বিএমএসএফের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।