নরসিংদী ৯৪ বন্ধনের উদ্যোগে পরিচিতি ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৮ টি জেলার ৯৪ ব্যাচের বন্ধুরা অংশ গ্রহন করেন। নিহত বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া,এডমিন প্যানেল ও পৃষ্ঠপোষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকাল হতে সন্ধা পর্যন্ত চলে এই অনুষ্ঠান । নরসিংদী ৯৪ বন্ধনের এডমিন প্যানেল ও পৃষ্ঠপোষকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। ২৯ নভেম্ববর শুক্রবার নরসিংদী গ্যালাক্সি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৯৪ বন্ধু মেহেদী
হাসান তুহিন।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি ৯৪ বন্ধু মোশারফ হোসেন নীলু, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ও ৯৪ বন্ধু মীর মাহবুবুর রহমান, নরসিংদী ৯৪ বন্ধনের গ্রুপ ক্রিয়েটর শরিফুল আলম বাবুল,জেনারেশন ৯৪ গ্রুপ সভাপতি মাহমুদ বিন সামাদ, জেনারেল সেক্রটারী তৌহিদ জামান,চট্টগ্রামের বন্ধু মহিউদ্দিন ফারুক, নারায়ণগঞ্জের বন্ধু অহিদুল ইসলাম ভূইয়া,বিবাড়ীয়ার বন্ধু কামরুজ্জামান, চাঁদপুরের বন্ধু শিপ্লু চৌধুরী,জেনারেশন ৯৪ অব বাংলাদেশ গ্রুপ সভাপতি মতিউর রহমান বিটাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৯৪ বন্ধু আবুল হাসানাত ও শাখাওয়াত হোসেন।