চেতনা রিপোর্টঃ নরসিংদীতে জাগ্রত ছাত্র জনতা’র ব্যানারে রাসেল মাহমুদ ও নোবেল মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিন আফ্রিকা প্রবাসী মো. রাসেল মাহমুদ। একজন সফল রেমিটেন্স যোদ্ধা। আর মো. নোবেল মাহমুদ বিশিষ্ট সমাজসেবক। দুজনই নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় আওয়ামী লীগের আভ্যন্তরীন কোন্দলের জেরে ও পতিত সরকার দলীয় সংসদ সদস্যদের প্ররোচনায় ষড়যন্ত্রমুলকভাবে হত্যা মামলার আসামী করা হয় তাদের পিতাসহ রাসেল ও নোবেলকে। অপরাধ না করেও জেলহাজতে রয়েছে তারা। যার ফলে তাদের পরিবার ও নাবালক সন্তানদের জীবন অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছে বলে জানান তারা। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান হত্যার ঘটনার সাথে রাসেল, নোবেল ও তাদের পরিবার কোনভাবেই জড়িত নয়। এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবী করেন তাদের পরিবার, এলাকাবাসী ও জাগ্রত ছাত্র জনতা।
মানববন্ধনকারীরা বলেন, পতিত সরকারের মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানদের আধ্যিপত্য বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাসী অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ এবং ভোটারবিহিন নির্বাচনে অংশ গ্রহন না করার কারনেই উদ্যেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক ভাবে তাদের আসামী করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হাসানের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের ব্যবস্থা সহ সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাসেল মাহমুদ ও নোবেল মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট জোরদাবী জানান তারা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি)’র চেয়ারম্যান, সাংবাদিক, রাজনীতিক ও লেখক মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপী বেগম, ছোট ভাই হিমেল মাহমুদ ও এলাকাবাসীসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ প্রমুখ।