পরিচয় শনাক্তের পরও নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় দু’পক্ষের সংঘর্ষের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই অস্ত্রধারীরা এখনোও ধরাছোঁয়ার বাইরে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের গত ২২ জুন প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়েন ওই অস্ত্রধারীরা। এ ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেলেও আজও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। এতে ওই এলাকায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার না হওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। তবে অস্ত্র উদ্ধারে তৎপর বলে দাবি করছে পুলিশ। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে জেলায় বেশকয়েকটি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল হওয়া ওই অস্ত্রধারীরা হলেন মোঃ বাছেদ ওরফে বাছেদ মেম্বার। রায়পরা উপজেলার পলাশতলী ইউনিয়নের মেথিকান্দা গ্রামের লিয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রির ছেলে। তিনি উপজেলা জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি এবং হত্যা, হুমকি, বিস্ফোরক, অগ্নিসংযোগ সহ একাধিক মামলার অন্যতম আসামী। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা বেশিকিছু অস্ত্র উদ্ধার করেছি। অবৈধ অস্ত্রধারী যেই হোক তাকে আইনের আওতায় আনা এবং অস্ত্র উদ্ধার করা হবে। শীঘ্রই আমরা এবিষয়ে পদক্ষেপ গ্রহন করবো।
সম্প্রতি, রায়পুরার মেথিকান্দা এলাকায় গত ২২ মে (শনিবার) বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় বাছেদ মেম্বারের নেতৃত্বে হামলাকারীরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে ৫ জনকে গুরুত্বর আহত করেন। ওইসময় বাছেদ মেম্বার অস্ত্র হাতে প্রতিপক্ষের উপর গুলি ছুঁড়তে দেখা যায়। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।