মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করনীয় শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১)খোন্দকার মোস্তাফিজুর রহমান।
নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম , নরসিংদীর সিভিল সার্জন ডা.আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।
সেমিনারের শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সামছুল আলম।
সেমিনারে অংশগ্রহণ করেন, নরসিংদী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ইমাম,যুবক,ছাত্র ও সাংবাদিকবৃন্দ।