ডেস্ক রিপোর্ট: নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা বিএনপি’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুরানপাড়া গ্ৰামে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিনিশপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির মো: শহীদ সরকার।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সদস্য ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সরকার, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া খোকা, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী
রা।