চেতনা ডেস্কঃ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী’র অংশ হিসেবে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (৭ অক্টোবর) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী’র মাধ্যমে এই স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদানকালে সংগঠনটির নরসিংদীর নেতৃবৃন্দরা জানান, নোবেল বিজয়ী প্রধান উপদেস্টার দেশে বেতন বৈষম্য সহ নানান অবহেলায় জর্জরিত শিক্ষকরা। বর্তমান বাজারদর ও বেতন বৈষম্যের ফলে নানা রকম সমস্যা পোহাতে হচ্ছে জাতি গঠনের কারিগর শিক্ষকদের। এই বৈষম্যের দূরীকরণ সহ শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দশ দফার দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নিকট আহবান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরুখ ইসতিয়াক খান সাকিব, সিনিয়র সহ–সভাপতি সুলতান উদ্দিন, সহ–সভাপতি জাকিয়া বেগম, জাহাংগীর হোসেন, এমদাদুল হক মিলন, নাজরীন হক, মোকাদ্দেস মিয়া, রাসেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া, যুগ্ম সম্পাদক মো. জাওয়াদুল হক, সহ–সাধারণ সম্পাদক আল আমিন ভুইয়া, আ. রাজ্জাক মিয়া, মো. রফিকুল ইসলাম, শামীমা খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ দপ্তর সম্পাদক মো. রাশেদুল আলম, কাব বিষয়ক সম্পাদক লিজা আক্তার, নির্বাহী সদস্য জাকিয়া সুলতানা, বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।