আসসালামু আলাইকুম।
জেলা প্রশাসক হিসেবে আপনার নতুন কর্মস্থল নরসিংদীতে আপনাকে স্বাগতম। বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচার পতনের মহা বৈপ্লবিক বিজয়ের ফসল হচ্ছেন আপনারা। আপনাদের হাত ধরেই সকল ক্ষেত্রে বৈষম্য দুর করে গড়ে উঠবে সংস্কার মুক্ত নতুন বাংলাদেশ। সেই প্রত্যাশা আমাদের নরসিংদী বাসীর। কয়েকটি সংবাদ এর শিরোনাম দেখলাম নরসিংদীর জেলা প্রশাসককে তিনদিনের আল্টিমেটাম দিলেন ছাত্ররা। এই ধরনের সংবাদ আমাদের নরসিংদী বাসীর কাম্য নয়। আমরা আশা করি আল্টিমেটাম নয় সাধারণ মানুষের আবেদনেই সাড়া দিবেন আপনি। আপনি নরসিংদীতে দায়িত্বভার গ্রহণের একদিন পরই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সাধুবাদ জানাই আপনার এই উদ্যোগকে। কিন্তু এই মতবিনিময়ে সাংবাদিকদের সাথে বৈষম্য করার অভিযোগ উঠেছে । আপনার মতবিনিময়ের বিষয়টি আংশিক সাংবাদিকদের জানানো হয়েছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি নরসিংদীতে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন চলমান আছে। নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিকদের বৈষম্য দুর করতে আন্দোলন করছে সাংবাদিকদের বৃহৎ অংশ। প্রেসক্লাব সাংবাদিকদের সংগঠন। এটি কোন প্রাইভেট লিমিটেড নয়। সকল পেশাদার সাংবাদিক প্রেসক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। আমার জানামতে প্রেসক্লাবের সদস্য হতে আলাদা কোন কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। দেখতে হবে আমার কর্মরত গণমাধ্যমটি সরকার অনুমোদিত কি না। নরসিংদী প্রেসক্লাবে গঠনতন্ত্রের অযুহাতে সাংবাদিকদের সাথে বৈষম্য করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের সদস্য হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পেশাদার সাংবাদিক হিসেবে চলমান ছয় মাসের পত্রিকা / টিভির প্রকাশিত সংবাদের কপি জমা দিতে হবে।
সাধুবাদ জানাই এই শর্তকে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে, প্রেসক্লাবে একাধিক সদস্য আছেন যারা আন্ডার মেট্রিক, ডজনখানেক সদস্য আছেন যারা বিগত দশ বছরেও কোন সংবাদ প্রকাশ করেন নি( অবশ্যই কপি পেষ্ট ছাড়া)।
আপনি পদাধিকার বলে নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা। আপনার কাছে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনকারীদের দাবী, নরসিংদী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অযোগ্য হিসেবে বিবেচিত যে সকল সদস্য আছেন, তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করতে হবে, নয়তো পেশাদার সাংবাদিক হিসেবে যারা সাংবাদিকতা করছেন, তাদেরকে প্রেসক্লাবের সদস্য অর্ন্তভুক্ত করতে হবে। নরসিংদী প্রেসক্লাবে বৈষম্য দুর করতে আপনার ভুমিকা সাংবাদিকদের অনুকরণীয় হওয়ার প্রত্যাশা করছি।
অবশেষে নরসিংদীতে আপনার সকল উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরতে সর্বদা শুধু প্রেসক্লাব নয়, নরসিংদী সংবাদপত্র পরিষদ(এনএসপি) নরসিংদী সম্পাদক পরিষদসহ সকল সাংবাদিক সংগঠনকে অবহিত পূর্বক আমন্ত্রণের দাবী জানাচ্ছি।