আসসালামু আলাইকুম।
পুলিশ সুপার হিসেবে নরসিংদীতে আপনার নতুন কর্মস্থলে আপনাকে স্বাগতম।
শুনলাম হবিগঞ্জে থাকাকালীন সুনামের সাথে কাজ করছেন। তবে স্বৈরাচারের সাথে কতটুকু নীতিনৈতিকতা বজায় রেখে কাজ করেছেন, তা আগামী দিনে নরসিংদীতে দায়িত্ব পালন কালে বুঝা যাবে।
সদ্য অতীত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গাঁজা ধরায় সফল হলেও, খুনখারাবীতে প্রথম স্থানে নিয়ে গিয়েছিলেন। তাছাড়া দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের সময় তো মাশাআল্লাহ গুলি করে পাখির মত মানুষ মেরেছেন। নরসিংদীবাসী আশা করে এই খুনের সাথে যারা জড়িত, তাদের সনাক্ত করতে যথাযথ ব্যাবস্থা গ্রহন করবেন।
এদিকে নরসিংদীতে যোগদানের পর পরই সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন। কিন্তু নরসিংদী থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের দাওয়াত দিলেন না। ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। এ ব্যাপারে আরও দায়িত্বশীল হবেন বলে আাশা করছি। ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ জিন্দাবাদ।।
( পুনঃশ্চ- এই কলামটি ১৯৯২ সালে সাপ্তাহিক আজকের চেতনা প্রকাশিত হওয়ার প্রথম থেকেই চালু ছিল। কিন্তু পতিত স্বৈরাচারী সরকারের সময় বন্ধ হয়ে যায়। আশা করছি আগামী সকল সংখ্যায় কলামটি চালু থাকবে।)