চেতনা রিপোর্টঃ নরসিংদীর মনোহরদীতে দুই বছর মেয়াদে ৬৩ সদস্য বিশিষ্ট মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। গত শুক্রবার সংগঠনটির কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে ভয়েজ বিডি টুয়েন্টিফোর ডটকম এর মনোহরদী প্রতিনিধি কাজী শরীফুল ইসলাম শাকিলকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা এর প্রতিনিধি আজমিরী সুলতানাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহজালাল হীরা (দৈনিক আলোকিত স্বদেশ), সহ-সভাপতি মো: কামাল উদ্দিন বাদল (দৈনিক একুশে বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন হোসেন (দৈনিক খবরের আলো), সহ-সম্পাদক মনোয়ার রিয়াজ মুন্না (প্রতিদিনের সংবাদ/নরসিংদী মিরর ডটকম), অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (সানফ্লাওয়ার আইপি টিভি), সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা (নতুন দিন/ দৈনিক বাংলার দূত), সহ- সাংগঠনিক সম্পাদক মো: আল মমিন হোসাইন সজীব (দেশ চ্যানেল ও বৈশাখী বার্তা), দপ্তর সম্পাদক কে.এইচ. নজরুল ইসলাম (দৈনিক সবুজ নিশান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাসুদ রানা (দৈনিক বঙ্গ সংবাদ), সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: তাজুল ইসলাম বাদল (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাবিব উল্লাহ (নবযুগ নিউজ), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান নিশাদ (দ্যা কান্ট্রি টুডে), মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন হাসান ফাতেমা (বাংলা ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক মো: এমরুল ইসলাম, (দৈনিক ভোরের বাণী/দৈনিক দেশ বুলেটিন), কার্য নির্বাহী সদস্য সাইদুর রহমান তসলিম (দৈনিক সবুজ বাংলা), শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ ও দৈনিক বাংলার নবকণ্ঠ), আবু রায়হান বাচ্চু (দৈনিক মুক্ত খবর), শহিদুল ইসলাম খোকন (দৈনিক বাংলার নবকণ্ঠ), মো: জহিরুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সময়), মো: কামাল হোসেন ভূইয়া (দৈনিক আজকের দিন)।