বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা কোরাম ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) ২০২৩ ইং ইউনিট এর কনফারেন্স রুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জানাযায় নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের কয়েক হাজার আজীবন সদস্য রয়েছে। কিন্তু সভায় উপস্থিত হয় মাত্র শতাধিক আজীবন সদস্য। অভিযোগ রয়েছে সভার চিঠি হতে গোনা কয়েকজনকে দেওয়া হয়েছে। চিঠি না পাওয়া অনেক আজীবন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। রেড ক্রিসেন্টের বিধান অনুযায়ী পদাধিকার বলে ইউনিটগুলোর চেয়ারম্যান হয়ে থাকেন জেলা পরিষদের চেয়ারম্যানরা। কিন্তু নরসিংদী ইউনিটের দায়িত্ব নেননি বর্তমান জেলা পরিষদেও চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। জানাযায় বর্তমান সেক্রেটারী হাজী আব্দুস সাত্তার দীর্ঘ ১৫ বছার যাবত সেক্রেটারীর পদ নানা কৌশলে সদর দপ্তর ম্যানেজ করে ধরে রেখেছেন। ফলে হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে। বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান এই অনিয়মের সত্যতা পান। ফলে তিনি এই কমিটি বাতিলের জন্য সদর দপ্তকে অবহিত করেন। তিনি এই কমিটি বাতিল না হলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব নিবেন না বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ অহীভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিট এর সেক্রেটার হাজী আব্দুস সাত্তার। এছাড়া ইউনিট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত, আলহাজ্ব তোফায়েল হোসেন, মানিক লাল সূত্রধর, রুনা বেগম, নাসরিন ইসলাম সবুজ, ইউনিট লেভেল অফিসার ইমরান হুসেন, যুব প্রধান মাহমুদুল হাসান মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।