নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন অবস্থিত রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ে “প্রতিবন্ধী শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় ব্যক্তিদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল পিপলস ডেভলপমেন্ট সোসাইটি (পিডিএস) সংস্থা কতৃর্ক আয়োজিত রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ে “প্রতিবন্ধী শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় ব্যক্তিদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্রতিবন্ধী শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় ব্যক্তিদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিপলস ডেভলপমেন্ট সোসাইটি (পিডিএস) চেয়ারম্যান মোঃআলমগীর ও সঞ্চালনায় নির্বাহী পরিচালক মোঃতাজুল ইসলাম বাদল।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য ও রায়পুরা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫(রায়পুরা) আসনের লাঙ্গল প্রতীকের একক মনোনীত প্রার্থী প্রকৌশলী মোঃশহীদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জাতীয় পার্টি বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান (জামান),যুগ্ন সাধারণ সম্পাদক মোঃতোফাজ্জল হোসেন টেলু,রায়পুরা উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃসুলতান উদ্দিন সরকার,অবসরপ্রাপ্ত সার্জেট সেনাবাহিনী মোঃসিদ্দিকুর রহমান, ইয়ুথ কনসালটেন্ট ফার্ম ইন্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।