নরসিংদী জেলা বিএনপির শীর্ষ দুই নেতা খায়রুল কবির খোকন ও মনজুর এলাহী কারাগারে থাকায় সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আহ্বায়ক ও আবু সালেহ চৌধুরীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কুদ্দুস রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
উল্লেখ জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মনজুর এলাহী সরকার বিরোধী এক দফার আন্দোলন করতে যেয়ে বর্তমানে কারাগারে আটক রয়েছে। তাদের অনুপস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং আবু সালেহ চৌধুরী এ দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।