চেতনা রিপোর্টঃ নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। মঙ্গলবার দুপুরে দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মর্কতা ডাক্তার আবু কাউছার সুমন ও ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় কোরআন তেলাওয়াত, কবিতা আবৃতি ও গান পরিবেশন করে বিদ্য্যালয়ের শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের সাথে উন্মুক্ত মত প্রকাশসহ নানা বিষয়ে আলোচনা করেন অভিভাবকগন।
আল্লাহ্ উত্তম ফায়সালাকারী। অটিজম শিশুদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন অভিভাবক ও বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ। আপনাদের পাশে আমরাও আছি বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। অনুষ্ঠান শেষে দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন তিনি।