শিরোনাম :
এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত নরসিংদীতে ফতোয়া বোর্ডের ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে গাফ্ফার ও মুনশাদ সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী ও পরিষদে হামলা, নিহত ১ সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাত দিনের রিমান্ডে ১০ ছাত্রলীগ নেতা, নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর নরসিংদীতে কৃষক দলের সমাবেশে সন্ত্রাসী হামলায় ৫জন আহত ক্রীড়া সংস্থার ডায়নামিক কমিটির প্রত্যাশায় নরসিংদীবাসী
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

মনোহরদীতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল বিদেশী মদসহ আটক ৩

প্রতিনিধির নাম / ৫৪৭ বার
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মনোহরদী সংবাদদাতাঃ নরসিংদীর মনোহরদীতে ৪০ বোতল বিদেশী মদসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা  পুলিশ। রোববার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানকালে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল সাহা (৩৮), উপজেলার শুকুন্দী ইউনিয়নের ঝালখালি গ্রামের রাসেল (২৫) ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বারিয়াদি গ্রামের আবুল কালাম (২৫)।  এর আগে শনিবার রাতে মাদক বিক্রির অভিযোগে মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল সাহা’কে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে গত শনিবার ভোর ৫ টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের ঝালখালি গ্রামের রাসেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেয়া তথ্যানুযায়ী মদ বিক্রির ডিলার মনোহরদী বাজারের মুদী ব্যবসায়ী শীতল চন্দ্র সাহাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে মুদির দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল শীতল সাহা এলাকাবাসী সূত্রে জানা যায়। এরপর শীতল সাহা’র স্বীকারোক্তি অনুযায়ী হাতিরদিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বারিয়াদি গ্রামের আবুল কালাম (২৫) কে গ্রেফতার করা হয়। আটককৃতরা জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মনোহরদী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ