নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আদনানের ওপর হামলাকারীকে আটক করেছে নরসিংদী জেলা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) গভীর রাতে নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্বর থেকে তাকে আটক করে স্থানীয় পুলিশ। আটককৃত ব্যক্তি সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সাইফুল। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকসংক্রান্ত সহ একাধিক মামলা ও ৩টি সাধারণ ডায়েরি রয়েছে। এছাড়াও সে ডিএমপি ও স্থানীয় পুলিশের হাতে বেশ কয়েকবার আটক হওয়ার রেকর্ড রয়েছে বলেও জানা যায়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, তার চালচুলা নেই। নেই কোনো মোবাইল নম্বরও। সে কারণে তাকে খুঁজে বের করতে একটু সময় লেগেছে। পুলিশের ওপর হামলার অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আটককৃত অপরাধীকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজন হলে আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এর মূল রহস্য উদ্ঘাটন করব। এ ঘটনার সঙ্গে কোন নাশকতার আলামত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সবকিছু মাথায় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করছি। আশাকরি খুব দ্রুত বিস্তারিত জানাতে পারব।