নরসিংদীতে পুলিশের ওপর গুপ্ত হামলার রেশ না কাটতেই এবার নরসিংদীর পলাশে চিকিৎসকের বাড়িসহ চার বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ আগস্ট) রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এসব ডাকাতির ঘটনা ঘটে। যাদের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে তারা হলেন,পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন খানের সুলতানপুরের বাড়িতে, চরসিন্দুর পূবর্পাড়া রুহুল আমীন ও বাবুল মিয়ার বাড়িতে এবং একই ইউনিয়নের গকুলনগর গ্রামের রতন মিয়ার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতিকালে সশস্ত্র ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে। ডাকাতিকালে ডাকাত দলের হামলায় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষককে পিটিয়ে আহত করেছে। এ বিষয়ে ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ৮/১০ জনের ডাকাত দলের সবাই মুখুশ পড়া ছিল। তার বৃদ্ধা মা গত পরশুদিন আমেরিকা থেকে বাড়িতে আসে। ডাকাতির পর তার বৃদ্ধা মা ভয়ে আতংকগ্রস্ত হয়ে পড়েছেন। চরসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন বলেন, হঠাৎ করে ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকায় চরম আতংক দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ আগেও সুলতানপুরে ডাকাতি হয়েছে। আইনশৃংখলা বাহিনীর উচিৎ ডাকতি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এদিকে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নরসিংদী সদর ও পলাশ সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জানান, এসব অপরাধীদের আটক করতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) কে দায়িত্ব দেয়া হয়েছে।