নরসিংদী-৫(রায়পুরা) আসনের ছয় ছয় বারের জাতীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু’র উদ্যোগে উপজেলা আ.লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার ( ১৮ আগষ্ট) রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃইউনুস আলী ভুঁইয়ার সভাপতিত্বে রাজু অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত জাতীয় শোক দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
এ সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌরসভার দুই দুইবারের জননন্দিত সফল মেয়র হাজী মোঃ জামাল মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃমিলন মাষ্টার ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআল-আমিন ভুঁইয়া (মাসুদ), বিপ্লবী সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন (রাসেল),কোষ্যাদক্ষ ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমঞ্জুর এলাহী,রায়পুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃফারুক আলী,পলাশতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর আলম ভুঁইয়া,মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআতাউর রহমান,রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃখোরশেদ আলম (তপন),মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃরিপন সরকার, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মিয়া,উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক পদ প্রার্থী আবিদ হাসান রুবেল,পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক পদ প্রার্থী মেহেদী মোল্লা,উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী (শাকিল),সিনিয়র সহ-সভাপতি আল-আমিন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (তুহিন),পৌর ছাত্রলীগ সভাপতি আবু সালেহ চৌধুরী (রাতুল),সাধারণ সম্পাদক মোঃ মোমেন মিয়া,রায়পুরা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ নাসির খাঁন,সাধারণ সম্পাদক মোঃহানিফ মিয়া,নরসিংদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি সৈকত প্রমুখ। সকল ইউনিয়নের তৃণমূল আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলেন। রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শোকাহত আগষ্ট মাসের এবং জাতীয় চার নেতার প্রতিও গভীর সমবেদনা শ্রদ্ধাঞ্জলি জানায়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্য হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান করেন।