“লাগাবো গাছ গড়বো দেশ, সবুজ হবে বাংলাদেশ” এ স্লোগানে সামনে রেখে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবর স্থান ও ঈদগা মাঠ সহ ১৫টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে গাছের চারা বিতরণ করা হয়। গত ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ভগিরথপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে ফলদ কাঠ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া। গাছের চারার মধ্যে ছিল আম, জাম, নিম, আকাশী, কাঠাল ও মেহগনি। জাকির হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির কার্যক্রম চলমান থাকবে।
বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণের সময় চারার সাথে বাঁশের খুঁটি, চারা পরিবহন ও রোপন খরচ প্রদান করা হয়। গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, সাংবাদিক বৃন্দ ও চারা গ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ । চারা বিতরণকৃত প্রতিষ্ঠান গুলো হলো মাধবদী এসপি ইনস্টিটিউশন, পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়, কুড়ের পাড় কেরাতুল কোরআন মাদ্রাসা, চৌয়া সামাজিক কবরস্থান, রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, চৌয়া প্রাথমিক বিদ্যালয়, ভগিরথপুর এবতেদিয়া মাদ্রাসা, মেহেরপাড়া ঈদগাহ মাঠ, চৌয়া এবতেদিয়া মাদ্রাসা, ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘির পাড় দাখিল মাদ্রাসা, হাজী বাদল সাহেবের মাদ্রাসা, সাগরদি কবরস্থান মাদ্রাসা, ইসলামাবাদ দাখিল মাদ্রাসা, দরগাবাড়ী মাদ্রাসা।