নরসিংদী রায়পুরায় বাশঁগাড়ীতে আওয়ামী লীগ নেতা বাশঁগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এর সমর্থক দুই গ্রুপের সংর্ঘষে আলমগীর হোসেন আলম (২৪)নামে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন । সংঘর্ষের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে টেঁটা ও বন্দুকযুদ্ধে বাশঁগাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক এর সমর্থক আলমগীর হোসেন আলম (২৪)নামে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।
স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার সাবেক এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর বিশ্বস্থ চরাঞ্চলের ডন উপজেলা আওয়ামী লীগ সদস্য, বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও বিএনপি নেতা ৬ বারের ইউপি চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক এর ছেলে নব্য আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এর সঙ্গে দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। আওয়ামী লীগের আমলে দুই গ্রুপের দ্বন্দের জের ধরে প্রকাশ্যে দিবা লোকে খুন হয় বিএনপি নেতা ৬ বারের ইউপি চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক । এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে প্রধান আসামী করা হয়। পরে রাইফেল সহ রাতুল হাসান জাকিরকে আটক করেন পুলিশ। ক্ষমতার দাপটে ছাড়া পেয়ে আবার মাঠ দখল করতে ইউপি চেয়ারম্যান নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রাতুল হাসান জাকির চেয়ারম্যান হয়। ইউপি চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে ঐ নির্বাচনের দিন আশরাফুল হক এর সমর্থক আরো ৩ জন গুলিতে মারা যায়।
আশরাফুল হক এর সমর্থকরা র্দীঘদিন যাবৎ এলাকা ছাড়া হয়ে থাকেন। দুই গ্রুপের সংঘর্ষে টেটা ও বন্ধুক যুদ্ধে একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা হামলা বাড়ীঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়।
সাবেক এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর বিস্থত চরের সন্ত্রাসী ডন রাতুল হাসান জাকির সহ আরো কয়েকজন ইউপি চেয়ারম্যানরা মিলে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী দিয়ে অবৈধভাবে বালু মহল দখল করে কোটি কোটি টাকা মালিক হয়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্য গড়ে তোলেন। ৫ আগষ্ট আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া হলেও অসংখ্য খুনের মামলার আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করেন রাতুল হাসান জাকির সমর্থকরা। এ পযর্ন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নাই। তাদের কোটি কোটি টাকার অবৈধ বালু মহল ধরে রাখতে রায়পুরা উপজেলা বিএনপির একটি অংশের সাথে মিলে কার্য্যক্রম অব্যাহত রাখেন। বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এর সমর্থক বাঁশগাড়ী ইউনিয়ন যুবদল সভাপতি পদ প্রার্থী হারুন মিয়া তার অনেক দলীয় সহকর্মী নিয়ে মাঠে কাজ করেছেন।
এসবের জের ধরে আজ রোববার সকালে ‘যুদ্ধের ডাক’ দিয়ে দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দাঁ, ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আশরাফুল হক চেয়ারম্যানের সমর্থক আলমগীর হোসেন আলম। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
এ খবর পেয়ে পুলিশের ঢাকা রেঞ্জ এর অতিরিক্ত ডি আই জি সিদ্দিকুর রহমান ও নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ সহ রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, বাহ্মণবাড়ীয়ার নবীনগর ও বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনকে মৃত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতুল হাসান জাকির সমর্থিত ও আশরাফুল হক সমর্থকদের মধ্যে দুই পক্ষের সংর্ঘষে আলমগীর হোসেন আলম মারা গেছে।
রায়পুরা উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোষ্ট দিয়েছেন ঝগড়ারত কোনো গ্রুপই বিএনপির সমর্থিত নয়, ঝগড়ারত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক ।
এ ব্যাপারে দুই গ্রুপের নেতার সাথে ফোনে যোগাযোগ করা হইলে তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি।