শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে টেক টিলা কাটার মহোৎসব চলছে। নেপথ্যে রয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাদিম সরকার। এমনই অভিযোগ উঠেছে এলাকায়। জানা যায়, দীর্ঘ দিন যাবৎ জয়নগর ইউনিয়নে যাঁরা মাটি কেটে আসছে তারা সবাই সপ্তাহিক মাসোহারা দিয়ে আসছে। ফলে এলাকাবাসী কিছু বললেও কোন প্রতিকার নেই। মাটি খেকোরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি টেক টিলা কেটে সাবাড় করছে। এতে এলাকার পরিবেশ সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ মাটি কাটাকে কেন্দ্র করে সম্প্রতি জয়নগরে দুই গ্রুপে মারামারি পর্যন্ত হয়েছে। এতে ৩ জন আহত হবার খবর রয়েছে। তাছাড়া ১৬ ডিসেম্বর প্রশাসনের লোকজন যখন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সে সুবাদে সরকারি রাস্তায় মাটি দেওয়ার কথা বলে মাটি বিক্রি করে দেয় ধনাইয়া পশ্চিম পাড়ার মৃত সামসু উদ্দিনের ছেলে মাসুম। এমনই অভিযোগ এলাকাবাসীর। জানা যায় ইউপি চেয়ারম্যান নাদিমের ছত্রছায়ায় জয়নগর, কামরাব, আষ্টআনি, ধনাইয়া,বেতাগিয়া, দড়িপুরা, সীমারবাগ,গজারমারা, নৌকাঘাটা, গিলাবের, পাগল পারা গ্রামগুলো টিলা কেটে সাবাড় করছে। এতে এলাকাগুলোর সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কাজে যাঁরা জড়িত রয়েছে তারা হলোঃমাসুম, বায়েজিদ, বাদশা, লুকমান, উকিল, বাদল, নেতা হারুন (নতুন)। ইউপি চেয়ারম্যান সরকার পরিবর্তন হলেও তার মাটির ব্যবসা বন্ধ করেনি। সে স্থানীয় কতিপয় বিএনপির নেতাকে ম্যানেজ করে মাটি কাটা অব্যাহত রেখেছে। এব্যাপারে এলাকাবাসী এই আওয়ামী লীগ নেতা নাদিম সরকারের খুটির জোর কোথায় তা বের করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।