নরসিংদীর নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক ভাবে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ার একদিন পর আরও ৩৪ জেলায় নতুন ডিসিদের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখা থেকে ৩৪ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলির এই আদেশ দেওয়া হয়।