নরসিংদীতে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়া আওয়ামী যুবলীগ নেতা এখন নিজেকে বাঁচাতে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে এখন নিজেকে বর্তমান সরকারের লোক বলে প্রচার করছেন।, এই যুবলীগ নেতা করিমপুরের বহু মানুষকে জিম্মি করে রেখেছে টৈটার মুখে। কারণ সে ছিল নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি টেটা মমিন। আজ নিজেকে বর্তমান সরকারের লোক হিসেবে প্রচার করতে, বর্তমান প্রধান উপদেষ্টা ড.ইউনুসের সাথে অনেক আগে তোলা একটি ছবি বিভিন্ন ফেসবুক ওয়ালে ভাইরাল করছেন ।
জানা যায়,সে চায়না থেকে বয়লার ,টেক্সটাইল এনে নিজ কারখানায় ব্যবহার না করে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করে ফেলে লোকাল মার্কেটে । তার বিরুদ্ধে এনবিআর এর মামলা চলমান।