শিরোনাম :
নরসিংদীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত নরসিংদীতে হত্যাসহ একাধিক মামলার আসামী ওরফে শুটার কাদির গ্রেফতার ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে আমরা বিএনপি পরিবার ভারত উল্টা পাল্টা কিছু করলে খেসারত ভারতকেই দিতে হবে : ইঞ্জি: বকুল নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠকনন্দিত সাপ্তাহিক পত্রিকা আজকের চেতনা এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নরসিংদীতে এসএসসি ৯৪ বন্ধনের পরিচিতি ও মিলন মেলা অনুষ্ঠিত নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি মান্নান ও সম্পাদক নুরুন্নবী। নরসিংদীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নরসিংদীতে চাকুরি পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

নরসিংদীতে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণা চালিয়ে ভাইরাল হতে চান আ. লীগ নেতা

স্টাফ রিপোর্টার / ৩৫১ বার
আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী-২ (পলাশ) আসনের আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ দিলীপের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ভুঁইয়া রিপনের বিরুদ্ধে। তবে তিনি কোমরে পিস্তল নিয়ে প্রচারনা চালিয়ে ভাইরাল হতে চান বলেও যোগ করেন।  স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থী কে সাথে নিয়ে নৌকার প্রচারণা চালান নাজিম উদ্দিন ভুইয়া রিপন। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা ছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল সম্বলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে ছবিটি  ভাইরাল হয়ে যায়। গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ বিষয়ে অভিযুক্ত নাজিম উদ্দিন এ প্রতিবেদককে বলেন ‘অস্ত্রটি লাইসেন্সকৃত। নির্বাচন চলাকালে এটি বহন করা যাবে না, এমন পরিপত্র জারি করা হয়েছে কি না জানি না।
তিনি আরও বলেন, ‘কোমরে আমার পিস্তল ছিল, এটা ঠিক। তবে আমি কাউকে ভয় দেখায়নি, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, আমার জানা নেই। তবে আমি সাবেক চেয়ারম্যান ছিলাম বর্তমানে আমার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারনা করতে গিয়ে যদি ভাইরাল হই তাহলে তার জনপ্রিয়তা বাড়বে বলেই তিনি মনে করেন।নরসিংদী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আনোয়ারুল আশরাফ দিলীপের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারসাথে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে আমদিয়ার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এখনো আসেনি, কেউ আমাদের কাছে অভিযোগও করেননি। খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম বলেন, এ বিষয়ে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্বাচন চলাকালে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়। অস্ত্র প্রদর্শন সেটা বৈধ বা অবৈধ হোক আপাতত নিষিদ্ধ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ