 
						বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার যে শংকা মানুষের মনে তৈরী হয়েছে, সেটাকে দুর করতে এবং পুলিশের হারানো ইমেজ ফিরে পেতে আমাদের কঠোর ভুমিকা রাখতে হবে। আগামী নির্বাচন হবে, সাধারণ মানুষ ও পুলিশের মাঝে সেতু বন্ধন তৈরীর প্লাটফর্ম। তাই আগামী নির্বাচনে কোন পুলিশ সদস্যের দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না। পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পেলেই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী প্রদান করেছেন পুলিশ সুপার মেনহাজুল আলম।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ৫ম ব্যাচের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ সুপার। মঙ্গলবার (২১ অক্টোবর) নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। 
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।