শিরোনাম :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

আমরা রাজনীতি করি এদেশের মাটি ও মানুষের জন্য : মনজুর এলাহী

স্টাফ রিপোর্টার / ৫৬ বার
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী বলেছেন আমরা রাজনীতি করি এদেশের মাটি ও মানুষের জন্য, আমরা জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়া’র সৈনিক, আমরা তারেক জিয়ার সৈনিক, আমরা ধানের শীষের সৈনিক, সেই কারণে নির্বাচনী আবহাওয়া বইছে। আগামী নির্বাচনে এই শিবপুর থেকে যিনি ধানের শীষ মার্কা আনবেন তার পক্ষে আমরা সকলে একাত্মতা গ্রহণ করলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে যুবদলের আয়োজনে শিবপুর বাস স্ট্যান্ডে আনন্দ র‍্যালী অনুষ্ঠানের আগ মুহূর্তে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
গত মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে শিবপুর বাসস্ট্যান্ড থেকে র‍্যালীটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজগেট শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে আসে। র‍্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। বাদ্যযন্ত্রের তালে তালে উৎসব মুখর হয়ে উঠে আনন্দ র‍্যালী । র‍্যালী শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব আপেল মাহমুদ সুমনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তৃতা করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, তাঁতী বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুৃম মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক অহিদ মোল্লা প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ