নরসিংদীর হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদী সরকারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেদী সরকার ও তার পরিবারের লোকজনসহ দলীয় নেতাকর্মীরা। সোমবার বিকেলে হাজীপুর স্কুল মোড়ে মেহেদী সরকারের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদী সরকার জানান, গত ৩ এপ্রিল হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, আমার সঙ্গে থাকা ঐ প্রেমিককে মারধোর করতে ছুটে আসেন, জামাল উদ্দিনের ছোট ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ও পলাতক পিন্টু চেয়ারম্যানের ডান হাত সাদ্দাম ওরফে গালকাটা সাদ্দাম।
এসময় আমি বাধা প্রদান করলে, আমার সাথেও হাতাহাতি শুরু হয়।
আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায়, আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ডালিম মিয়া,ওসমান সরকার, ইউনিয়ন শ্রমিক দল নেতা জনি মিয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা টিপু সুলতান, হাজীপুর কাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মারুফ সরকার।