বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

ক্রীড়া সংস্থার ডায়নামিক কমিটির প্রত্যাশায় নরসিংদীবাসী

স্টাফ রিপোর্টার / ৬৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গত বছর ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি একযোগে ভেঙে দেয়। এর ছয় দিন পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এসব সংস্থার অ্যাডহক কমিটির কাঠামো নিরূপণ করে একটি নির্দেশনা জারি করে। যদিও অনেক সংস্থা এনএসসিতে প্রস্তাবিত কমিটি পাঠিয়েছে দুই-তিন মাস পরে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই কমিটি পর্যালোচনা করে অনুমোদন দিতেও মাস খানেকের বেশি সময় নিয়েছে। অবশেষে গত কয়েকদিন পূর্বে কয়েকটি বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহককমিটি প্রকাশ করেছে এনএসসি।

জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক আহবায়ক এবং জেলা ক্রীড়া অফিসার/ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন করে ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন। বাকি তিন জনের মধ্যে আছেন সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়ানুরাগী।

সম্প্রতি সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবি ও বিওএ নির্বাচনের আগাম প্রস্তুতির জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় ২ জন করে ক্রিকেট সংশ্লিষ্ট এবং অলিম্পিকের জন্য মনোনয়নযোগ্য আরও দুইজন নাম প্রস্তাবের নির্দেশনা দেয়। প্রকাশিত কমিটিগুলোকেও এই নির্দেশনা অনুসরণ করে ২৯ জানুয়ারির মধ্যে কার্যক্রম গ্রহণের অনুরোধ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনের মতো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেয়াদ সুনির্দিষ্ট করেনি ক্রীড়া পরিষদ।

জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় খেলাধুলায় স্থবিরতা বিরাজ করছে। শুধু খেলাধুলাই নয়, এই সংস্থায় চাকরিরত কর্মকর্তা- কর্মচারীরাও কয়েক মাস বেতন না পেয়ে কঠিন পরিস্থিতিতে আছেন তারা। কিছু দিনের মধ্যে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কমিটি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে। সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার আনুষ্ঠানিক কমিটি গঠন কবে নাগাদ শেষ হয় সেটাই এখন দেখার বিষয়।
এ ব্যাপারে বিজ্ঞজনদের সাথে আলাপ করলে, তারা নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠনে কালক্ষেপণ করায় হতাশা ব্যাক্ত করেন। এবিষয়ে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশ এবং ক্রীড়া সংবাদিক ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠনক এবিএম আজরাফ টিপু বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের প্রশাসনিক ও সামাজিক পরিবেশ স্থিতিশীল করতে নরসিংদী জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে তার সফলতার পরিচয় দিচ্ছে। হয়ত অল্প কিছুদিনের মধ্যে জেলা প্রশাসক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার চমৎকার ডায়নামিক একটি এডহক কমিটি গঠন করবেন। তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দোসর নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি নিজের ইচ্ছে মত মনোপলি ভাবে ক্রীড়া সংস্থা চালিয়ে হরিলুট করে গেছেন। এ থেকে পরিত্রাণ পাওয়া বেশ কঠিন। এনিয়ে আমার সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকায় ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করেছি। আমি বিশ্বাস করি, বর্তমান জেলা প্রশাসক সুচিন্তিত ভাবে একটি ডায়নামিক এডহক কমিটি গঠন করে নরসিংদীর ক্রীড়া ক্ষেতে বিপ্লব সাধন করবেন। সে প্রত্যাশায় রইল নরসিংদীবাসী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ