নরসিংদীতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শনিবার (২৫ জানুয়ারী ) বিকেলে সদর উপজেলার জগৎপুর নদীর পাড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। করিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আজগর এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল,এড.নুরুল মোমেন শাহিরুল,হালিম মোল্লাসহ এলাকার প্রতিবাদী লোকজন।
প্রতিবাদ সভায় এলাকাবাসী জানান, নরসিংদী সদর উপজেলার আলোকবালীর কাইয়ুম সরকারের নেতৃত্বে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে। প্রশাসনের নিষেধ অমান্য করে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে যেকোনো সময় শ্রীনগর, জগৎপুরসহ আশপাশের গ্রামগুলো নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যেতে পারে। এলাকাবাসী বাধা দিতে গেলে কাইয়ুম সরকারের সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি গুলি করতে থাকে। কাইয়ুম সরকারের সন্ত্রাসী বাহিনীর এই অস্ত্রের উৎস কোথায় জানতে চায় এলাকাবাসী। প্রশাসনের নিরবতায় আতংকিত সাধারণ মানুষ। এই কাইয়ুম সরকার বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের তকমা লাগিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে, আন্দোলনকারীদের দমন করতে আওয়ামী নেতাদের অর্থ ও লোকজন দিয়ে সহযোগিতা করেছেন। ৫ আগষ্টের পর সে এখন বিএনপি নেতাদের সাথে আতাত করে বালু উত্তোলন করে চলছেন।
বালু খেকো কাইয়ুম সরকারের খুঁটির জোর কোথায় প্রশাসনের কাছে জানতে চায় এলাকাবাসী।
সভায় বক্তারা অতিদ্রুত বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নইলে যেকোনো সময় গ্রামবাসীদের সাথে বালু খেকোদের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে বলে হুমকি প্রদান করেন।