শিরোনাম :
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গোলাগুলি: আতংকিত সাধারণ মানুষ হামলা, হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শিশির কারাগারে ড. ইউনুস সরকারের মধুচন্দ্রিমা -১ ষ্টেশন মাষ্টারের ছত্রছায়ায় সকল অপকর্ম : অবৈধ দোকানপাট অপরাধীদের অভয়ারণ্য নরসিংদী রেলস্টেশন আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির গ্রেফতার রায়পুরাতে আলোকিত সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নরসিংদীতে রিভলবারসহ মা-মেয়ে আটক নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১ বালু খেকোদের হামলার মুখে ম্যাজিট্রেট ও সাংবাদিক 
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

নরসিংদীতে জোড়া খুনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আশিকুর রহমান / ৩৬৮ বার
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

গত ৭ ডিসেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জোড়া খুনের মামলায় হারুন-অর-রশিদ (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাক গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।
৫ জানুয়ারি (রবিবার) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত হারুন অর রশিদ রায়পুরা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ইউপি সদস্য মানিক মিয়া ও তার ভাগনি কল্পনা বেগমকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এঘটনায় গত ১১ ডিসেম্বর নিহতদের পরিবার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার বাছেদ মিয়া এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করে রায়পুরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে পুলিশের চোখ ফাঁকি দিতে আসামীরা আত্মগোপনে চলে যায়। আসামীদের গ্রেপ্তার ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক শফিউল্লাহ সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পরার আশারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
শফিউল্লাহ সিকদার বলেন, আজ (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার আশারামপুর এলাকা থেকে দুটি হত্যা মামলার অন্যতম আসামী হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও জানান, বাকি আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর শনিবার ভোরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ বাছেদ মেম্বার গংদের হামলায় চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মানিক মিয়া (৫৫) এবং একই গ্রামের আবু ছালেকের স্ত্রী কল্পনা বেগম (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদের মধ্যে। এ নিয়ে বেশ কয়েকবার হারুন-অর-রশিদ ও তার সমর্থকরা আবিদ হাসান রুবেলের বাড়ি ও তার সমর্থকদের উপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর সহ লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করে। পূর্ববিরোধের জের ধরে শনিবার সকালে হারুন-অর-রশিদের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবিদ হাসান রুবেল সমর্থকদের উপর আতর্কিত হামলা চালায়। হামলা থেকে বাঁচতে রুবেলের চাচা মানিক মেম্বার পাশ্ববর্তী বশির উদ্দিন মেম্বারের বাড়িতে আশ্রয় নিলে সেখানেই হারুনের সমর্থকরা তাকে ঘর থেকে টেনে বাইরে এনে গুলি ও কুপিয়ে দেহ থেকে তার পা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দূর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের এলোপাতাড়ি গুলি ও কোপে কল্পনা বেগম (২৫) নামেও আরেক গৃহবধূ প্রান হারান। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ