শিরোনাম :
নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন বি-বাড়ীয়া বাসীর আস্থার প্রতিক ওসি মোজাফফর রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নরসিংদীতে স্মারকলিপি প্রদান নরসিংদীতে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। নরসিংদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত মার্চ ফর গাজা’য় অংশ নিতে নরসিংদীতে জনতার ঢল কুমিল্লা থেকে ধর্ষক নারায়ন পালকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ মাদক বিক্রির তদন্ত করতে দেওয়ায় এসপির বিরুদ্ধে অপপ্রচার  নরসিংদীতে ৯৪ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে ঘুষ বানিজ্যে বেপরোয়া এস আই আলাউদ্দিন

তালহা চৌধুরী রুদ্র / ১৭০ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহ জেলা পুলিশের ডিবি শাখার এস  আই আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মহানগরেই দাপটের সাথে ছড়ি ঘুরিয়ে চলছে  বছরের পর বছর!
অনুসন্ধান করে জানা গেছে, ময়মনসিংহ ডিবির এস আই আলাউদ্দিনকে তার বদ খেয়ালের কারণে মাঝে হালুয়াঘাট বদলি করা হয়েছিল কিন্তু তড়িৎ গতিতেই অবিশ্বাস্য  কারণে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় এবং একই কারণেই আবার ডিবিতেই তাকে স্হিত করা হয় । সেই সাথে পতিত আওয়ামীলীগ সরকারের পুরোটা সময়েই এক চেটিয়া রাজত্ব করে গেছেন ডিবির এই আলাউদ্দিন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় কোন জবাবদিহিতা না থাকার ফলেই এস আই আলাউদ্দিন সহ এই সকল ধূর্তবাজ ডিবি কর্মকর্তারা   আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে।
গূরুতর অভিযোগে প্রকাশ, ডিবি আলাউদ্দিন সরকারি চাকরি হিসেবে ডিবিতে দীর্ঘদিন ময়মনসিংহে থাকার ফলে ক্রাইমজোন গুলোর গডফাদারদের সাথে ডিবি আলাউদ্দিনের হয়ে গেছে দারুন সখ্যতা। এর ফলে ময়মনসিংহ ডিবিতেই যে ক্রাইমগুলো হচ্ছে সেটা শুনলে গা শিউরে ওঠে কারণ অবশ্যই ভুলে গেলে চলবেনা  ডিবি ময়মনসিংহ জেলা পুলিশের একটি স্পর্শকাতর বিভাগ।
এখানে যেমন জনসাধারণ তথা আন পাবলিকের সাথে দূরত্ব বজায় রেখে চলা প্রয়োজন তেমনি ডিবি অফিসকেও হাট-বাজার বানিয়ে ফেলা অনুচিৎ। এটা খেয়াল রাখতে হবে।
অভিযোগে আরও জানা গেছে. ডিবি এস আই  আলাউদ্দিন ময়মনসিংহের ক্রাইম জোন গুলোর মাদক ব্যবসায়ীদের সাথে নিজেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে আলাউদ্দিন একটু চোখ-কান খোলা রেখে নিজেকে সেভ রাখার চেষ্টা করেন। জানা গেছে, আলাউদ্দিনের ব্যবসায়ীক পণ্যের মধ্যে রয়েছে হেরোইন বিদেশি মদ আইস গাঁজা ইত্যাদি বিভিন্ন প্রকারের সর্বনাশা মাদকদ্রব্য।
জানা গেছে, ডিবি এস আই  আলাউদ্দিনের এই মাদক ব্যবসা এখন অনেকটাই প্রকাশ্যরুপ নিয়েছে।
ফলে ময়মনসিংহের ক্রাইমজোন বলে কথিত মাদক সেন্টারের আশে পাশের জনবসতিদের মাঝে হুমকি দেখা দিয়েছে।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও মাদক নিয়ে ব্যবসা করার ঘটনা নিয়ে আলাউদ্দিনকে দায়ী করা হলেও সে সময় কর্তৃত্ববাদী আওয়ামীলীগ সরকারের কোন জবাবদিহিতা না থাকার কারণে ডিবি আলাউদ্দিন আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে কর্তব্যরত সাংবাদিক মহল মনে করে থাকেন।
জানা গেছে, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ডিবি আলাউদ্দিনের এই নেতিবাচক রুপ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমকে
অবহিত করে অতি দ্রুত আলাউদ্দিনকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন ।
সেই সাথে  ডিবি এস আই  আলাউদ্দিনের কারণেই সংবাদপত্রে প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে ময়মনসিংহে এখন হাত বাড়ালেই পাওয়া যায় সর্বনাশা মাদক– যা জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন  করছে  বলে মনে করছেন ময়মনসিংহের সচেতন জনতা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ