শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫৫ রাজনীতি করে কেউ জেলে গেলে, বাবার সম্পত্তি বিক্রি করতে হবেনা : মনজুর এলাহী নমিনেশনে সিনিয়র নেতাদের নাম নেই। তালিকা পরিবর্তন হতে পারে যে কোন সময় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা ও বিলাসবহুল গাড়িসহ আটক ১ শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করলেন আব্দুল কাদির মোল্লা আমরা রাজনীতি করি এদেশের মাটি ও মানুষের জন্য : মনজুর এলাহী নরসিংদী জেলা পুলিশের অভিযানে আটক ৫১ নরসিংদীতে স্বামীর দেয়া আগুনে পুড়লো স্ত্রী সন্তানসহ ৫ জন সন্তান আবদার করলেই আরওয়ান ফাইভ কিনে দিবেন না : নরসিংদীর জেলা প্রশাসক পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ পেলেই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে : নরসিংদীর পুলিশ সুপার
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

নরসিংদীতে চাকুরি পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪১১ বার
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

চেতনা রিপোর্টঃ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানা বিদ্রোহের ঘটনায় কারাবন্দিদের মুক্তি ও চাকরিচ্যুত ব্যক্তিদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখা। আজ বুধবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যরা বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিলো পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী এক নীল নকশার অংশ। এই নীল নকশার মাধ্যমে দেশের সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরের শক্তি ও সামর্থ্যকে ধ্বংস করাই ছিলো এর পেছনের মূল কারণ। প্রহসনের বিচারের নামে নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এ ঘটনায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শাহাদাতবরণ করেছিলেন। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান চাকরিচ্যুত ও কারাবন্ধী বিডিআর সদস্যদের স্বজনরা।

এসময় বক্তব্য রাখেন, বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি হাবিলদার আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সম্বয়ক মাহবুব হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনকালে বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নীল নকশার এই হত্যাকাণ্ডে ১৮ হাজার ৫ শত বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। এতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার চরম দুর্দশায় পড়ে। বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। এখনও ৫ শত বিডিআর সদস্য কারাবন্দী রয়েছে। কারাবন্দি থাকা বিডিআর সদস্যরা নির্দোষ বলে জানান বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখা। একইসঙ্গে অবিলম্বে তাদের  মুক্তি ও ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার বিচারের দাবী জানান তারা।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ