শিরোনাম :
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নরসিংদীতে বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার দল থেকে বহিস্কার হলেন যুবদল নেতা মনির নরসিংদীতে ইসকন সদস্যের হাতে কালো ওয়াকি-টকি, আইনকে বৃদ্ধাঙ্গুলি, নাকি ক্ষমতার জানান? জেলাজুড়ে তোলপাড়। চেতনা টিভিতে সংবাদ প্রকাশের পর সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার ঘটনায় যুবদল নেতা মনির গ্রেফতার। পলাশে যুবদল নেতার মদদে সিমেন্ট ফ্যাক্টরীতে হামলা নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটি ঘোষণা জাকির হোসেন ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ।। বাংলাদেশ-নেপাল চেম্বারের সদস্য হলেন এবিএম আজরাফ টিপু দুদকের জালে তারেক রিকাবদার ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর বালুসাইর শাহী ঈদগাহ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

নভেম্বর মাসেই চালু হতে পারে ঢাকা-নরসিংদী-ভৈরব নতুন ট্রেন

স্টাফ রিপোর্টার / ৩৯২ বার
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

নরসিংদী রেল যাত্রীদের সুবিধার্থে ঢাকা-নরসিংদী-ভৈরব জং পর্যন্ত নতুন কমিউটার (আন্তঃনগর) ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) বিভাগ।
রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে, ঢাকা (পূর্ব বিভাগ) এর যন্ত্রকৌশল শাখার মেকানিকাল বিভাগের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
রেলওয়ে (পূর্ব) চট্টগ্রাম বিভাগের প্রধান যন্ত্র প্রকৌশলী নিকট ঢাকা বিভাগের যন্ত্রকৌশল শাখার মেকানিক্যাল বিভাগের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা যে চিঠি প্রেরণ করেন তা হুবাহু তুলে ধরা হলো :-  বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়, যন্ত্রকৌশল শাখা, ঢাকা।  তারিখ :- ০৩.১১.২০২৪. সূত্র নং- ৫৪.০১.০০০০.০১৬.২৬.০০৭.২৩.৪৫২. বিষয় :- নরসিংদী কমিউটার (আন্তঃনগর) নতুন ট্রেন ঢাকা-ভৈরব জং-ঢাকা চলাচলের শুভ উদ্বোধনের তারিখ ২০ নভেম্বর ও ইঞ্জিন বরাদ্দ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ে সূত্রস্হ পত্রের আলোক লিপি এতদসংঙ্গে প্রেরণ করা হলো। পত্রের মর্মানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ রইলো। অবগতির জন্য অতিরিক্ত মহাপরিচালক (আরএস) বাংলাদেশ রেলওয়ে ভবন, ঢাকাকে জানানো হয়। এবিষয়ে রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন ট্রেনের বগি ইতিমধ্যে ঠিক করে রাখা হয়েছে।  সবকিছু যদি ঠিক থাকে এবং নতুন ইঞ্জিন যদি উদ্বোধনের আগে বরাদ্দ দেওয়া হয় তাহলে আগামী ২০ নভেম্বরই ঢাকা-ভৈরব-ঢাকা (আন্তঃ নগর) ট্রেন চলাচল করবে। আপাতত ট্রেনটি ঢাকা (কমলাপুর স্টেশন) থেকে ছেড়ে বিমানবন্দর, টঙ্গী, নরসিংদী, মেথিকান্দা হয়ে ভৈরব জং গিয়ে শেষ হবে। পূণরায় ভৈরব থেকে ঢাকা (কমলাপুর স্টেশন) গিয়ে পৌঁছাবে। তবে কখন এবং কতগুলো বগি নিয়ে এ ট্রেন চলাচল করবে আর কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দিবে তা তিনি নিশ্চিত জানাতে পারেনি। তবে এটা নিশ্চিত শীঘ্রই ঢাকা-ভৈরব জং-ঢাকা নতুন (আন্তঃনগর) ট্রেন চালু করা হবে বলেও আরেক রেলওয়ে কর্মকর্তা নিশ্চিত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ