সফলতার দুই বছর পেরিয়ে ১৬ অক্টোবর তৃতীয় বর্ষে পদাপর্ণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। নতুন বাংলাদেশে বর্ণিল আয়োজনে দেশব্যাপী পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কালবেলার নরসিংদী প্রতিনিধি এনামুল হক রানা। পরে নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,গোলাম মোস্তফা মিয়া,নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, আদিয়াবাদ কলেজের অধ্যক্ষ নুর শাখাওয়াত হোসেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।