নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, আমরা যার যার ধর্ম সে পালন করবো। আমরা সবাই মানুষ। সবাই সবাইকে সহযোগিতা করব। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা করে দেখার কিছু নেই। আমরা সবাই মানুষ। আমরা সবাই বাংলাদেশী। আওয়ামীলীগ হিন্দু সম্প্রদায়কে সংখ্যালগু বলে বিভাজন সৃষ্টি করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এই ভিত্তিহীন কথা বলেছে। কারণ নিরাপত্তার দরকার। তারপর উৎসব সবার হবে। কাজেই আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার।
তিনি শনিবার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বাদলা, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাহেদ, বিএনপি নেতা ডাঃ বাচ্চু মোল্লা, যুবনেতা কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা করিম, তুহিন প্রমুখ।