শিরোনাম :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

নরসিংদীতে ছাত্র হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ অগ্নি বিক্ষোভ মিছিল

হারুনুর রশিদ / ১৫০ বার
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নরসিংদীর রায়পুরায় আওয়ামী সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অগ্নিসংযোগ বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও স্থানীয়রা।

আজ মঙ্গলবার উপজেলার মরজাল বাজার বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১০ টা থেকে মহাসড়ক অবরোধ করে সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
এতে মহাসড়কের উভয় পাশের কয়েক কিলোমিটার জোরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনকে ২৪ ঘন্টার সময় দিয়ে বেলা সাড়ে ১২ টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
এর আগে ২৮ সেপ্টেম্বর উপজেলার মরজাল বটিয়ারা মোড়ে এ ঘটনা ঘটে।

জুনায়েদ আল হাবিব (২২)। জুনায়েদ উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার মরজাল বটিয়ারা মোড়ে দুই গ্রুপের হামলা হয়। এ সময় জুনায়েদকে ছুরিকাঘাত করে সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন। আহত জুনায়েদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান। টানা ৯ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সোমবার দুপুরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢামেকের চিকিৎসকরা নিবির পর্যবেক্ষণ আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। ওই হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তির প্রস্তুতিকালে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের খবরে সন্ধ্যা থেকে মরজাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল ১০ টায় নিহতের স্বজন ও স্থানীয় জনতা জরিতদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসষ্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা জড়িতদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবি জানান। প্রশাসনকে ২৪ ঘন্টার সময় দিয়ে বেলা সাড়ে ১২ টায় অবরোধ তুলে নেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক প্রধান ও সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ফিরুজ মিয়া, মরজাল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুজ্জামান আরমান, শুক্কুর, যুবদল নেতা ওহিদু মিয়া,আসাদ, মনির প্রমূক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উত্তরা আনোয়ারা মডেল কলেজের ছাত্র সাইফুল ইসলাম ফয়সাল মুঠোফোনে বলেন, জুনায়েদ আল হাবিব নামে নরসিংদীতে কোনো সমন্বয়ক নাই। সে হতো ছাত্রদলের দেখেই সমন্বয়ক দাবী করছে। এসব ব্যাপার নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সাথে কথা বলবেন বলেও জানান তিনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মরজালে উত্তেজনা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় মামলাসহ একজনকে আটক করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ