গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রদূত মো মোশাররফ হোসেন ভূইয়া বার্লিনে অনুষ্ঠিত বিভিন্ন দেশের জার্মান মিশন প্রধানদের সম্মেলনে যোগদান করেন। জার্মান ফেডারেল পররাষ্ট্রমন্ত্রী অ্যালানেলা বেয়ারবকের উদ্বোধনী বক্তৃতার পর অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রদূতগন একত্রিত হয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত মোশাররফ ভুঁইয়া জার্মান পররাষ্ট্রমন্ত্রী সহ দুই প্রতিমন্ত্রী টোবিয়াস লিন্ডনার এবং নীল আনানের সাথে দেখা করেন। যারাতারা বাংলাদেশ এবং আমার প্রতি অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দপূর্ণ। রাষ্ট্রদূত স্টেট সেক্রেটারি জেনিফার মরগানের সাথেও দেখা করেন। তিনি জলবায়ু সমস্যায় পররাষ্ট্র দফতরে কাজ করেন। এদিকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার এবং মোশাররফ ভুঁইয়া দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।
অপরদিকে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া জার্মান চ্যান্সেলরিতে সমস্ত বিদেশী রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের সম্মানে চ্যান্সেলর কর্তৃক আয়োজিত একটি সংবর্ধনায় যোগদান করেন। মোশাররফ হোসেন ভূইয়া চ্যান্সেলর এবং অন্যান্য রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বিদায়ী শুভেচ্ছা জানান। উপস্থিত সকলে মোশাররফ হোসেন ভুঁইয়ার সেবা ও ভালো কর্মকান্ডের প্রশংসা করে তার সুস্বাস্থ্য কামনা করেছেন। এদিকে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চ্যান্সেলরকে শুভেচ্ছা জানান। জানা যায় জার্মান চ্যান্সেলর, মোশাররফ ভুঁইয়ার প্রায় চার বছরের কূটনৈতিক দায়িত্ব, দেশপ্রেমে উদ্বুদ্ধ আবেগ এবং উতৎসর্গের সাথে মিশ্রিত চমৎকার কাজের কৃতিত্ব, চ্যালেঞ্জের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি মোশাররফ ভুঁইয়ার দীর্ঘায়ু কামনা করেন।