চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মো: নিজামুল কবীর। তিনি ইতিপূর্বে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বোর্ডে যথাক্রমে পরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের সহ-সভাপতি ও সেক্রেটারি ছিলেন।
তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর -ডিএফপির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, ডিএফপিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা ভুতুড়ে কাহিনী তার পরিচালনায় নতুন যুগের শুভ সূচনা ঘটবে। তার ছোঁয়ায় সাংবাদিকদের রুটিরুজির ওয়েজবোর্ড নামক অদৃশ্য বস্তুটি বাস্তবে রূপ নিবে এমনটি আশা করছি। অত্যন্ত সদালাপী, সাংবাদিক বান্ধব গুণী এ মানুষটি বরিশালে জন্মগ্রহণ করলেও ছোটবেলা এবং স্কুল জীবন থেকে ঝালকাঠিতে তার বেড়ে ওঠা (সংবাদ বিজ্ঞপ্তি)।