রায়পুরায় বালু মহলের. সীমানার বাহিরে গিয়ে সম্পূর্ণ অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার জব্দ ও ৪ জন কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আটককৃত ৪ ব্যাক্তিকে পৃথক ভাবে মোট ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়।
অপরদিকে বালুর মহলটির সকল কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করেন উপজেলা প্রশাসন।
এদিকে একাধীক সুত্র প্রতিবেদককে জানিয়েছেন , বালু মহলের এধরনের অপকর্মের সাথে নরসিংদী এবং রায়পুরার কয়েকজন সাংবাদিক জড়িত। ইতিপূর্বে কিছু হলুদ সাংবাদিকরা নরসিংদীর বিভিন্ন সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে আর্থিক সুবিধা নিয়েছে । এব্যাপারে জান্নাত হোটেলের মালিক মিন্টু কমিশনার জানিয়েছেন, কয়েকটি টেলিভিশনের নরসিংদী রিপোর্টর আর্থিক সুবিধা গ্রহন করত। তাই তারা এব্যাপারে কোন সংবাদ প্রকাশ করে নাই। নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করলে বালু মহল বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।